Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে হরিজন শিশুদের নতুন জুতা বিতরণ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:৩৪ পিএম

কুড়িগ্রামে দলিত ২শতাধিক হরিজন পরিবারের শিশুদের মাঝে বাটার নতুন জুতা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
জেলা পুলিশ সুপারের ব্যক্তিগত উদ্যোগে এবং বাটা’র সৌজনে এসব নতুন জুতা শিশুদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কান্তি রায়, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ডিএসবি’র ওসি শাহ আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, শফিকুল ইসলাম বেবু, রেজাউল করিম রেজা, এবি সিদ্দিক, ফজলে ইলাহী স্বপন, গোলাম মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ