Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১১:৫৩ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে ঝালুপাড়া-চর সরিষাবাড়ী সড়কে সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। জানা যায়, চলতি মাসের অক্টোবর থেকে মাস ব্যাপী সারা দেশে সাম্প্রতিক বন্যায় ভেঙে পড়া সড়কগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এলজিইডির অর্থায়নে এলসিএস কর্মীদের দিয়ে বন্যায় ভেঙে পড়া সড়কগুলো সংস্কার করা হবে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ঝালুপাড়া-চর সরিষাবাড়ী বন্যায় ভেঙে যাওয়া সড়কে সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী রকিব হাসান,উপ-সহকারী প্রকৌশলী এস এম শরিফুল ইসলাম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সুধীজনরা উপস্থিতি ছিলেন।
ক্যাপশন-সরিষাবাড়ীতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় এমপি তথ্য প্রতিমন্ত্রীর ডাঃ মুরাদ হাসানের প্রতিনিধি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ