Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেফাকের সঙ্কট নিরসনে ১২ দফা প্রস্তাবনা পেশ ওলামা সম্মেলনে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৮:৩০ পিএম

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর ‘চলমান সঙ্কট উত্তরণে করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনে বক্তাগণ বলেছেন, বেফাকের নীতিমালা অনুসরণ করে চলমান সঙ্কট দূর করা সম্ভব। তাছাড়া বেফাকের সভাপতি ও মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে যোগ্য, দক্ষ, তাকওয়াবান, দূরদৃষ্টি সম্পন্ন এবং অরাজনৈতিক ব্যক্তিকে নিযুক্ত করলে চলমান সঙ্কট সমাধান সম্ভভ হবে। চলমান সঙ্কট নিরসনে ওলামা সম্মেলন থেকে ১২ দফা প্রস্তাবনা পেশ করা হয়। যা সর্বসম্মতভাবে সমর্থন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে কওমী মাদরাসা কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ এসব প্রস্তাবনা দেন। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর ‘চলমান সঙ্কট উত্তরণে করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনে কওমী মাদরাসাসমূহের প্রতিনিধি ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বেফাকের সহকারি মহাসচিব আল্লামা নূরুর হুদা ফয়েজী, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি ইমাদুদ্দীন, মিরপুর জামিউল উলূম মাদরাসার মুহতামিম মুফতি আবুল বাশার নোমানী, তাহফুজে হারামাইন পরিষদের সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী, জামিয়া মাহমুদিয়া বরিশাল মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, আল্লামা শাহ আহমদ শফী (রহ.) খলিফা মাওলানা মুফতি ওমর ফারুক সন্দিপী, জামালুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ এমদাদ, গাজীপুর মাদ্রাসার মুফতি নুরুল ইসলাম, কেরানীগঞ্জের জামিয়া মাহমুদিয়া মুফতি মহিবুল্লাহ কাসেমী, তিলপা পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুছ আলী, জামিয়া তালিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক, মারকাযুত তাকওয়া ইসলামিক সেন্টার মুফতি হাবিবুর রহমান মিসবাহ, বিশিষ্ট আলেম মুফতি আহমদ আলী, মাদারীপুরের সিনিয়র আলেম মাওলানা আহমদ চৌধুরী, নরসিংদি জামিয়া এমদাদিয়া শেখেরচর মাদরাসার মাওলানা আশরাফ আলী ও মুফতি কাওছার আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ