Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেওবন্দের আদলে কওমী স্বীকৃতির দাবীতে জাতীয় ওলামা সম্মেলন সফল করুন-শীর্ষ ওলামায়ে কেরাম

কওমী উলামা জাতীয় সম্মেলন আজ

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের প্রায় ৮০% কওমী মাদরাসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)। এসব কওমী মাদরাসায় নিঃস্বার্থভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মানব কল্যাণে আত্মনিয়োগের মানসিকতা নিয়ে অধ্যয়ন করছে লক্ষ লক্ষ রাসূল প্রেমী শিক্ষার্থীরা। তাদের প্রাণের দাবী দারুল উলূম দেওবন্দের মত সরকারী নিবন্ধন ও নিয়ন্ত্রণমুক্ত সনদের মানের দাবী আদায়ে আজ ঢাকার মীরপুরস্থ জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসা ময়দানে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন- সর্বস্তরের ঈমানদার মানুষের আধ্যাত্মিক রাহবার হযরত আল্লামা শাহ আহমদ শফী দা.বা.। এ সম্মেলনকে সফল করার জন্য সর্বস্তরের উলামা মাশায়েখদের প্রতি দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ উদাত্ত আহবান জানিয়ে গতকাল এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন,
শাইখুল হাদীস হযরত মাওলানা আশরাফ আলী, শায়খুল হাদীস হযরত মাওলানা তাফাজ্জুল হক হবীগঞ্জী, হযরত মাওলানা মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, শায়খুল হাদীস হযরত মাওলানা নূর হোছাইন কাসেমী, হযরত মাওলানা মোস্তফা আযাদ, হযরত মাওলানা জোনায়েদ বাবুনগরী, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ, হযরত মাওলানা আবুল কালাম, হযরত মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, হযরত মাওলানা মোহাম্মদ লোকমান চাটগামী, হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজ্জী, হযরত মাওলানা হিফজুর রহমান, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা উবায়দুর রহমান মাহবুব, হযরত মাওলানা সাজেদুর রহমান, হযরত মাওলানা ইসমাঈল নূরপুরী, হযরত মাওলানা শওকত হোসাইন সরকার, হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস, হযরত মাওলানা জোনায়েদ আল হাবীব, হযরত মাওলানা ইমদাদুল ইসলাম, হযরত মাওলানা ফজলুল করীম কাসেমী, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম, হযরত মাওলানা আব্দুল্লাহ, হযরত মাওলানা আলী আকবর, হযরত মাওলানা আব্দুল আওয়াল, হযরত মুফতী আব্দুর কাদের, হযরত মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী, হযরত মাওলানা মুহিব্বুল্লাহ, হযরত মুফতী ফয়জুল্লাহ, হযরত মাওলানা মুফতী আব্দুস সাত্তার, হযরত মাওলানা মোহাম্মদ সালমান, হযরত মাওলানা লোকমান মাযহারী, হযরত মাওলানা মুফতী মীযানুর রহমান সাঈদ ও হযরত মাওলানা আযহারুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেওবন্দের আদলে কওমী স্বীকৃতির দাবীতে জাতীয় ওলামা সম্মেলন সফল করুন-শীর্ষ ওলামায়ে কেরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ