Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত খন্ডিত করা যাবেনা - জেলা প্রশাসক কামাল হোসেন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৪:০০ এএম

কক্সবাজার জেলা প্রশাসক মো, কামাল হোসেন বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। সেখানে কোন স্থাপনা করা আইনত নিষিদ্ধ।

বিশেষ করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে খন্ডিত করা যাবেনা। এ ব্যাপারে আইনত পদক্ষেপ নেয়া হবে।

৩০ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ইনানি সৈকতে বাঁধ দিয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতকে দ্বিখন্ডিত করার প্রতিবাদে স্মারকলিপি প্রদান কালে জেলা প্রশাসক একতা বলেন।

এসময উপস্থিত ছিলেন বাপা জেলা সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কলিম, দৈনিক কক্সবাজার -৭১ সম্পাদক রুহুল আমিন সিকদার ,বাংলাভিশন স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন, কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক এ এইচ এম, নজরুল ইসলাম, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ও সিভিল সোসাইটিজ ফোরামের যুগ্ম সম্পাদক মো, নেজাম উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ