Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩২ পিএম

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢাকাগামাী চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন অজুফা খাতুন। বুধবার (৩০ সেপ্টম্বর) বেলা আড়াইটায় কেন্দ্রীয় রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে দৌড়ে কমলাপুরগামী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন ওই বৃদ্ধা নারী। কিন্তু ট্রেনের দরজার হাতল ধরে রাখতে পারেননি। হাত ফসকে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। এ সময় ট্রেনের নিচে তাঁর শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ ও আশপাশের লোকজন গিয়ে দেখেন তিনি মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ