বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এম.সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণকারীদের ফাঁসির দাবি ও গডফাদারদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সিলেট জেলা জমিয়ত। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার মাসিক সম্পাদকমন্ডলীর এক সভা আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আছর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে সভায় জমিয়ত নেতারা বলেন, এশিয়া মহাদেশের অন্যতম বিদ্যাপীঠ এমসি কলেজ। সেই বিদ্যাপীঠে গণধর্ষণ করে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা সিলেটের শত বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে। পবিত্র সিলেটের মাটিকে যারা কলিমা লেপন করেছে তাদেরকে ইসলামী আইনে দৃষ্টান্তমূলক শাস্তি ও গডফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। ঘটনার সাথে সাথেই আসামীদের গ্রেপ্তার করায় জমিয়ত নেতৃবৃন্দ সিলেটের পুলিশ প্রশাসন, র্যাব ও গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ জানান। পুলিশের এমন বলিষ্টতার ধারাবাহিকতা থাকলে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা করে কেউ ছাড় পাবে না, এমনটি ঘটনা ঘটানোর সাহসও পাবে না। সম্পাদকমন্ডলীর সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সমাজসেবা সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শরিফ আহমদ শাহান, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।