বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর গোয়ালন্দে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযুক্ত ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে। স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ছোটভাকলা ইউনিয়নের দরিদ্র পরিবারের ওই স্কুলছাত্রীর সাথে পার্শ্ববর্তী এলাকার সলিম মোল্লার ছেলে আজাদ মোল্লার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আজাদ কৌশলে স্কুলছাত্রীর ঘরে ঢোকে। এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে শুরু করে। এসময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে আজাদ দরজা খুলে পালানোর চেষ্টা করে। পরে লোকজন তাকে পাকড়াও করে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, স্কুলছাত্রীর মা বাদী হয়ে আজাদ মোল্লার বিরুদ্ধে গতকাল গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে রাজবাড়ীর আদালতে এবং স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।