Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম


 রাজশাহীতে ভেড়িপাড়ার মোড়ে আজ রাত সাড়ে বরোটার দিকে পূর্ব শত্রæতার জের ধরে আদর (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে নিহত করেছে দুর্বৃত্তরা। নিহত আদর রাজপাড়া এলাকার মৃত গোফুর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভেড়িপাড়া মোড়ে আদরের একটি ছোট পান সিগারেটের দোকান আছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই দোকানেই হামলা চালায় দুর্বৃত্তরা। তারা এলোপাতাড়িভাবে আদরকে মারপিট করে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে মনে হয়েছে পূর্ব শত্রæতার জেরে হত্যাকাÐটি সংঘটিত হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছি। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ