রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আলী আকবর মুন্না ও ফোরকান উদ্দীন রুবেল নামের দুজনকে জেলে পাঠিয়েছে আদালত। গতকাল (মঙ্গলবার) পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ-এর আদালতে উক্ত দুই আসামি জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন আবেদন না মনজুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আলী আকবর মুন্না পটিয়া উপজেলার কুচয়াই আজিমপুর গ্রামের জহির আহম্মদ চৌধুরী বাড়ির সৈয়দ আমিনের পুত্র। ফোরকান উদ্দীন রুবেল একই এলাকার মৃত জসিম উদ্দীনের পুত্র বলে জানা গেছে। গত ২৬ জুলাই রাত ৯টায় জহির আহম্মদ চৌধুরী বাড়ির মোহাম্মদ ইসহাক সওদাগরের পুত্র ইমাম হোসেন সাজ্জাদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বিভিন্ন দোকান থেকে সংগৃহীত টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে পৌছঁলে উক্ত দুই সন্ত্রাসীসহ ৮/৯ জন সন্ত্রাসী ব্যবসায়ী সাজ্জাদকে আটকিয়ে কুপিয়ে জখম করে এবং তার বেগে রক্ষিত ১ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে পটিয়া থানায় গত ২৮ জুলাই মামলা করা হয়। এ মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার এসআই বোরহান উদ্দীন ৬ জন আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়। দুই মাস পলাতক থাকার পর উক্ত দুই আসামি আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।