Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের খলনায়ক হয়ে ফিরছেন অজয় দেবগন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৫ পিএম

অজয় দেবগণকে এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে- এমন খবরই উড়ে বেড়াচ্ছে মিডিয়া পাড়া। ইতোমধ্যে সকলেই জেনে গিয়েছেন যশরাজ ফিল্মসের সাথে গাঁটছড়া বেঁধেছেন এ নায়ক।

যশরাজের নতুন এ ছবিতে ‘গ্রে ক্যারেক্টার’ এ নাকি দেখা যাবে তাকে। তবে এর আগেও খলনায়কের চরিত্রে ‘খাঁকি’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের এ তারকা।

সূত্রের বরাত জানা গেছে, নতুন ছবিটিতে অজয়ের চরিত্র যদিও দুষ্টু-লোকের ছায়ায় ঘেরা তবে এটিই হবে গল্পের মূল চরিত্র। ইতোপূর্বে যেমনটা ‘ধুম-২’ ও ‘ধুম-৩’ এ দেখা গিয়েছিল হৃতিক রোশন ও আমির খানকে।

প্রযোজক আদিত্য চোপড়ার দাবি, তার সংস্থার ছবিতে প্রথমবার পা রাখতে যাচ্ছেন অজয়। এজন্য তার চরিত্রে যেন বিশাল একটি চমক থাকে। সেই সঙ্গে থাকবে অ্যাকশন। তাই এমন ধাঁচেই ছবিটি নির্মাণ করছেন পরিচালক শিব রাওয়াল।

এছাড়াও জানা গেছে, বিশাল একটি ফ্যান ক্লাব রয়েছে অজয়ের। নতুন এই ছবিতে সেই ফ্যান ক্লাবকেও কাজে লাগাতে চাইছেন প্রযোজক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ