বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। সালাহউদ্দিনের কর্মী-সমর্থকরা এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।
কদমতলী থানা ৬১ নং ওর্য়াড কুদারবাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় নির্বাচনী প্রচারণা সেলের সিনিয়র সাংবাদিক মঞ্জুর মিলনসহ বিএনপির ১০জন নেতাকর্মী আহত হয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন আহত মঞ্জুর মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
হামলার পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিন এ সব সন্ত্রাসী কর্মকা- বন্ধের জন্য। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।