Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হালদা নদী থেকে বালি উত্তোলনের ব্যবহৃত ৪টি ইন্জিন চালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৩ পিএম

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত ৪টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আজ বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।এছাড়া রাতে উত্তর মাদার্শার ইউনিয়নের হালদা অংশে অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন। জানান, হালদার মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবাধ ও নিরাপদ বিচরণের জন্য বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা নদীর উপজেলার সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় জব্দ করা হয়।

তাৎক্ষণিক ভাবে নৌকা গুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ