বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রোকুল গ্রামে সাবু মিয়ার বাড়িরর দক্ষিন পাশে খালের উপর প্রায় ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত আয়ন ব্রিজটি মাঝ বরাবর ভেঙ্গে পরায় ওই গ্রামের দুই হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গত ২০ সেপ্টেম্বর ধানের বীজ বোঝাই টমটম যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে পরে।
এই ব্রিজ দিয়ে ইন্দ্রোকুল গ্রামের প্রায় দুই হাজার মানুষ যাতায়ত করত। এ ছাড়াও ওই গ্রামের কাছে ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রোকুল গাবতলা সিনিয়র মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ রাড়ী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী যাতায়ত করত। ব্রিজটি ভেঙ্গে পরায় বর্তমানে ওই খালে কলা গাছের বেলা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।
স্থাণীয় লোকজন এই ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।