পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার নির্দেশনা থাকলেও তা না মানায় নগরীতে ৫০ ব্যক্তিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে নগরীর কোতোয়ালী মোড় এলাকায় গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ইনকিলাবকে জানান, সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।
তবে এ নির্দেশনা অনেকে মানছেন না। অভিযানকালে রাস্তাঘাট, ফুটপাত ও মার্কেটে মাস্ক না পরে লোকজনকে চলাফেরা করতে দেখা যায়। কেন মাস্ক পরেননি এমন প্রশ্নের উত্তরে অনেকে বলেন করোনাভাইরাস চলে গেছে। এ কারণে তারা মাস্ক পরেন না। অনেকে নানা অজুহাত দেখান। আবার কেউ বলছেন, বাসায় রেখে এসেছি। অনেকেই তো পরছেন না, তাই আমরাও পরি না। কেউ আবার মাস্ক পকেটে রেখেই হাঁটছেন। ৫০ ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।