রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল ১৫ জন মাদক সেবনকারি ও মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রওশন আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন অভিযান পরিচালনা করে এ সাজা প্রদান করেন। গতকাল দুপুরে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১২, সিপিসি-৩।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, দুপুরে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১৫ মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এদের মধ্যে অনেকেই এর আগে ভ্রাম্যমাণ আদালতের সাজা পেয়েছে। র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।