প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মুসলিম ধর্মের অনুসারী হয়েও দুর্গার সাজে সেজেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার এ সাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করছেন নেটিজেনরা।
রোববার লন্ডনে উড়াল দিয়েছেন এ সাংসদ-অভিনেত্রী। সেখানে পরবর্তী ছবি ‘স্বস্তিক সংকেত’ এর শুটিং করবেন। কিন্তু শান্তিতে শুটিং করার অবস্থা নেই। মহালয়ার দিন তার দুর্গা সাজের ছবি-ভিডিও নিয়ে ইনস্টায় ট্রোলের শিকার হচ্ছেন এ নায়িকা।
ভাইরাল হওয়া ছবিতে নায়িকার হাতে ত্রিশূল দেখা যাচ্ছে। বড় নথ পড়ে আছেন নাকে। লাল শাড়ি পরিহিত অবস্থায় মা দুর্গার শক্তিকে তুলে ধরেছেন এক ভিডিও’র মাধ্যমে। নেটিজেনরা সেখানে যেমন প্রশংসা করেছেন ঠিক তেমনই আবার ‘তীব্র আপত্তি’-ও তুলে ধরেছেন।
কেউ কেউ লিখেছেন, নামটা নুসরাত জাহান না রেখে এখন থেকে নুসু দাস/ঘোষ/সেন রাখুন। কেউ লিখেছেন, তোর মরণের সময় হয়ে এসেছে… নিজের শরীর ঢেকে রাখ। মুসলিম মেয়ে হয়ে দুর্গার সাজ? কারও মতে, মুসলিম হয়েও হাতে ত্রিশূল কেন?
সবার পৃথক পৃথক মতামতের মধ্যে অবাক করা ছিল যে কেউ কেউ জানতে চেয়েছেন, আপনি হিন্দু নাকি মুসলিম তাই বুঝতে পারি না।
নুসরাত জাহান দেশটির একটি গণমাধ্যমকে জানিয়েছেন, আমি এই হুমকির পরোয়া করি না। ছোট থেকে সব ধর্মকে সম্মান করতে শিখেছি। ধর্ম মানে মেলবন্ধন। আমাদের দেশ সর্ব ধর্ম সমন্বয়ের দেশ। কাজ করছি মানুষের জন্য। এসব মন্তব্য নিয়ে মাথা ঘামাবার মত সময় নেই।
জনপ্রিয় এ নায়িকা বহু বছর ধরেই উপোস করে অষ্টমীর অঞ্জলি দিচ্ছেন। এছাড়াও তার বাড়িতে গণেশ পূজা থেকে জন্মাষ্টমীর পূজা, দেওয়ালির বিশেষ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই সঙ্গে ঈদও পালন করেন এ নায়িকা। এসব উৎসবে গরীব-অসহায়দের হাতে নতুন পোশাকও তুলে দেন। সবার মুখে হাসি ফোটাতে না পারলে উৎসবের আনন্দ থাকে না বলেও মনে করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।