Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটুরিয়া ৩ নম্বর ঘাটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : পাটুরিয়া ৩ নম্বর ঘাটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘাটে থেকে ৩টি রো রো ফেরি ছেড়ে যায়। এছাড়া ১টি রো রো ফেরি ঘাটে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে। নদীতে প্রবল স্রোত ও ভাঙনের কারণে ৪ দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অচলাবস্থার সৃষ্টি হয়। বর্তমানে ৪, ৩ ও ২ নম্বর ঘাট মেরামত শেষ হয়েছে।
বিআইডব্লিউটিসি ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে ৪, ৩ ও ২ নম্বর ফেরি ঘাট মেরামত শেষ হয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে ৩ নম্বর ঘাট থেকে কেরামত আলী, হযরত শাহজালাল ও এনায়েতপুরী নামে ৩টি রো রো ফেরি যাত্রীবাহী বাস নিয়ে ঘাট ছেড়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ