Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় আলী মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
নিহত আলী মণ্ডল ওই উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ভাণ্ডার কাফুরা গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক হয়ে মালবাহী একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কের দিকে আসছিল। পথে ট্রাকটি ভাণ্ডার কাফুরা এলাকায় পৌঁছালে আচমকা ওই বৃদ্ধ ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ