বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নীলফামারী জেলার তিন লাখ এক হাজার ৭৯ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।
রবিবার সকাল ১১টায় সিভিল সার্জন দপ্তর আয়োজিত গণমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ কর্মশালায় এই তথ্য জানান নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
সিভিল সার্জন জানান, আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নীলফামারীসহ সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬০টি ইউনিয়ন এবং দুইটি প্রথম শ্রেণীর পৌরসভায় এক হাজার ৫৮৭টি কেন্দ্রে মোট তিন লাখ এক হাজার ৭৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৮৮৯ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭১ হাজার ১৯০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।