Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের ৮ উপজেলায় নতুন ওসি নিয়োগ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:২৫ পিএম

কক্সবাজার জেলার ৮ উপজেলায় নতুন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নিয়োগ দেয়া হয়েছে। জেলায় নতুন নিয়োগ পাওয়া পুলিশ সুপার হাসানুজ্জামান এই নিয়োগ দেন।
কক্সবাজার সদর থানায় শেখ মুনিরুল গিয়াস, টেকনাফ থানায় হাফিজুর রহমান, উখিয়া থানায় আহমদ সঞ্জুর মুর্শেদ, মহেশখালী থানায় মোহাম্মদ আব্দুল হাই, চকরিয়া থানায় শাকের মোঃ জুবায়ের, রামু থানায় কে এম আমিরুজ্জামান, পেকুয়া থানায় মোঃ সাইফুর রহমান মজুমদার ও কুতুবদিয়া থানায় মোঃ জালাল উদ্দীনকে ওসি হিহেবে নিয়োগ দেয়া হয়েছে।
গত ৩১ জুলাই টেকনাফ পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় তৎকালীন টেকনাফ থানার ওসিসহ জেলা পুলিশের ভূমিকায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনা করে পুলিশ সদর দপ্তর জেলার প্রায় দেড় হাজার পুলিশ পরিবর্তন করে তাদের স্থলে নতুন পুলিশ নিয়োগ দেয়া হয়েছে।
ওদিকে মেজর সিনহা হত্যার ঘটনায় টেকনাফের তৎকালীন ওসি প্রদীপসহ ১০ পুলিশ ওি মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছে। এতে পুলিশের ভাবমর্যাদা ব্যাপকভাবে নষ্ট হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ