বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি। ২৬ সেপ্টেম্বর শনিবার সংগঠনের পক্ষে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ নিন্দা ও দাবী জানান সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব কাইয়ুম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন আহমদ, আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দীন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী মিলু মিয়া, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও মাহবুবুল হক চৌধুরী মাহবুব ভিপি। বিবৃতিতে বলা হয়, এমসি কলেজের ১২৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের খবর সাধারণ শিক্ষার্থী, সচেতন নাগরিক ও আমাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িতরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে গণমাধ্যম। সর্বত্র বিচারহীনতা ও ক্ষমতার অপব্যবহার ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বেপরোয়া করে তুলেছে। তাদের মাঝে অপরাধ প্রবণতা চরম আকার ধারন করেছে। তাই এমসি কলেজ ছাত্রাবাসের ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দের বিবৃতিতে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্ঠান্তমূলক শাস্তির পাশাপাশি দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।