Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সেনবাগে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৬ পিএম

সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন থেকে নুসরাত জাহান মিম (২০) এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে হীরাপুর গ্রামের বেপারী বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুসরাত জাহান মিম ওই বাড়ীর প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে। সে সেনবাগ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তার ছোট ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবির্তক হয় মিমের। এ ঘটনায় রাতে তার মা তাদের দুইজনকে বকাবকি করে। রাতের খাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে মিমের ঘর থেকে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মিমের লাশ দেখতে পায়।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ভায়ের সাথে ঝগড়া, পড়া লেখায় ভালো না থাকায় মায়ের বকাবকি ও মানুষিক হতাশা থেকে ওই ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার সুইসাইড নোটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ