Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির অবনতি, সড়ক যোগাযোগ বিচ্ছিন, পর্যটক আগমনে নিষেধাজ্ঞা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৬ পিএম

সিলেটের গোয়াইনঘাটের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সবকটি নদ-নদীর পানি । একারনে জেলা সদর সিলেটের সবকটি সড়ক দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। গোয়াইনঘাট উপজেলার সবকটি সড়ক দিয়ে যান চলাচল সহ সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে উপজেলার সবকটি পর্যটন স্পটে পর্যটক আগমন নিরুৎসাহিত করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় উপজেলা প্রশাসনের তরফ থেকে সাময়িক সময়ের জন্য পর্যটক আগমনে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। ভেসে গেছে ফসলের মাঠ, মাছের খামার। ঘরবাড়ি তলিয়ে যাওয়া বিপদগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। হাওর-বাওর পানিতে নিমজ্জিত থাকায় গৃহপালিত পশু নিয়ে চরম অমানবিকতার মুখোমুখি হয়েছেন কৃষক। গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে সিলেট সালুটিকর-গোয়াইনঘাট, গোয়াইনঘাট-রাধানগর জাফলংসহ সবকটি সড়কের উপর দিয়ে তিন থেকে চার ফুট উপর দিয়ে বানের পানি প্রবাহিত হচ্ছে। বন্যার পানির তোড়ে এসব সড়কের বিভিন্ন স্থানে গর্ত এবং ব্রিজ,কালভার্টসমূহের অ্যাপ্রোচে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়ে সম্পূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে শনিবার গোয়াইনঘাট উপজেলা প্রশাসন গ্রুপ মেসেঞ্জার থেকে পর্যটন স্পটসমূহ ভ্রমণ সতর্কতা জারিসহ পর্যটক আগমন নিরুৎসাহিত করা হয়েছে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ষষ্ঠ দফা বন্যা বন্যা ২০ হাজারেরও বেশি মানুষ এখন পানিবন্দী । বন্যা পরিস্থিতির আজ আরও অবনতি ঘটেছে। বন্যার্তদের জন্য এখনো পর্যন্ত সরকারি ত্রাণ তৎপরতা হাতে পৌঁছায়নি, তবে উপজেলার পানিবন্ধি কৃষকদের গরু, ছাগল, ভেড়াসহ গবাদিপশুর জন্য ১ হাজার ৬ শত কেজি খাদ্যসামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ