Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৫ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলাস্থ দামপাড়া গোয়াল হাটির ৭১রের বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অব:) আরব আলী মাষ্টার । গতকাল ২৫ শে সেপ্টেম্বর শুক্রবার নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃতু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ ২৬ শে সেপ্টেম্বর শনিবার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে সকাল নয়টায় তাঁর জানাযার নামাজ অনুষ্টিত হয়। স্বাধীনতার রনাঙ্গনের মুক্তিযোদ্ধাকে চির বিদায় জানাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ,বিএনপি, জামাতের নেতা কর্মীরা সহ আপামর জনসাধারণ একজন দেশ প্রেমিক ও আদর্শ মানুষ গড়ার কারিগরকে শেষ বিদায় জানাতে শতশত মানুষ জানাযায় উপস্থিত হয়। জানাযা শেষে তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় প্রদান করা হয় । গার্ড অফ অনার প্রদান অনুষ্টনে উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি কমিশনার আসফিয়া শিরাত, মুক্তিযোদ্ধা কমান্ডার ছিদ্দিকুর রহমান, দামপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। মৃতু কালে এ বীরের বয়স হয়েছিল প্রায় (৮০) বছর তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে ও অসংখ্য ছাত্র/ ছাত্রী এবং গুনগাহী রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ