Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় ৩৮ জন আক্রান্তের সাথে আরো একজনের মৃত্যু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১:৫২ পিএম

করোনা সংক্রমনে শণিবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৩৮ জন আক্রান্তের সাথে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা ১৭০ জনে উন্নীত হল। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ২৬৭ জনে । ৪৮ ঘন্টায় ৯২ জন সহ মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৮৫ জন। গত ২৪ ঘন্টায় বরিশাল,পটুয়াখালী ও পিরোজপুরে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। পাশাপাশি এসময়ে পিরোজপুরে একজনের মৃত্যুর ফলে দক্ষিণাঞ্চলে মৃত্যুহার বেড়ে ২.০৭ %-এ দাড়িয়েছে ।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় মাত্র ১৩৭ জনের নমুনা পরিক্ষায় ২১ জনের দেহে এবং ভোলা জেলা হাসপাতালে ১৯ জনের নমুনা পরিক্ষায় ২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে এখনো সনাক্তের হার ১৭.৪৯%। শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মঙ্গলবার সকালে ২১ জন ছাড়াও আইসোলেশনে ২৫ জন চিকি’সাধীন ছিলেন। এসময়ে হাসপাতালটির আইসিইউ‘তে ছিলেন আরো ৮ জন।
শণিবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় বরিশালে ১৯ জন করোনা সংক্রমণের শিকার হয়েছে। যারমধ্যে মঙ্গলবারেই আক্রান্তের সংখ্যা ১৪। এ জেলায় সর্বমোট ৩,৪৫৯ জন আক্রান্তের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৬৮ জন। জেলাটিতে আক্রান্ত ও মৃতদের মধ্যে এখনো প্রায় ৭৫ ভাগই বরিশাল মহানগরীতে।
পটুয়াখালীতে গত ৪৮ ঘন্টায় ৩জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। যরমধ্যে শণিবারেই আক্রান্ত হয়েছেন দুজন। জেলাটিতে এ পর্যন্ত ১,৪১৪ জন আক্রান্তের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে গত ৪৮ঘন্টায় আরো ৬ জন আক্রান্তের পাশাপাশি একজনের মুত্যু ঘটেছে। ফলে জেলাটিতে ১,০৬৯ জন আক্রান্তের মধ্যে ২৪ জনের মৃত্যু হল। ভোলাতে গত ৪৮ ঘন্টায় আরো ৪ জন আক্রন্তের ফলে জেলাটিতে মোট অক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৭২ জনে। মৃতের সংখ্যা এখনো ৬ জনই রয়েছে।
বরগুনাতে গত ৪৮ ঘন্টায় আরো ৩ জন আক্রান্ত হবার ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৯০৯ জন। মৃতের সংখ্যা ২০। ঝালকাঠীতেও মঙ্গলবার একজন আক্রান্তের ফলে মোট সংখ্যা ৬৯৪ জনে দাড়িয়েছে। আগের দিন কোন আক্রান্ত ছিলনা। ছোট এজেলায় ইতোমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ