Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই এলপিসি শাখায় চুরি করার সময় আটক ১

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ২:৩৯ পিএম

কাপ্তাই বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন( বিএফআইডিসি),এলপিসি শাখার ষ্টোরে রাতে চুরি করার সময় কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর হাতে একচোর কে আটক করা হয়। চোরের সাথে জড়িত আরো দু’জন এসময় পালিয়ে জেতে সক্ষক হয়। কাপ্তাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠান,কারখানাসহ এলাকায় একের,পার এক চুরির হরহামেশার ঘটনা ঘটে চলছে। কিন্ত চোরদের আটক করা কোন মতে সম্ভব হচ্ছেনা। এদিকে তেমনি কাপ্তাই এলপিসি শাখায় বুধবার(২৩সেপ্টেম্বর) রাত তিনটা ২০মিঃ কিশোর গ্যাং এলপিসি শাখার অভ্যন্তরে প্রবেশ করে ষ্ঠোরের ভিতরে টিন কেটে প্রবেশ করার সময় নিরাপত্তা আনসারবাহিনী ও এলপিসি শাখার নিরাপত্তারা চুরির আচ করতে পেরে হাতে নাতে নতুন বাজার কেপিএম টিলার মোঃ ওমর ফারুকের ছেলে জিহাদ হাসান(২৪) কে হাতে নাতে চুরি করার যন্ত্রসহ আটক করা হয়। এ ব্যাপারে জড়িত আরো দু’জন পালিয়ে জেতে সক্ষম হয়। এলপিসি শাখার উৎপাদন কর্মকর্তা আমান উল্লা আমান বলেন,বহুদিন যাবৎ এরা একের পর,এর চুরি করে চলছে। সম্প্রতি এ শাখা হতে আরো কয়েকবার এরা চুরি করে নেয়। এ কিশোর গ্যাং এর জাহিদ চোরকে আটক করার পর পূর্বের চুরির ঘটনা অকপটে স্বীকার করে বলে মন্তব্য করে। আটক চোরের বিরুদ্বে কাপ্তাই মামালা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ