Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ৫ম দফা বন্যার হানা বাড়ছে নদ-নদীর পানি

নিচু এলাকা প্লাবিত

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ২:১০ পিএম

টানা ভারি বৃষ্টিপাত আর উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তা সহ সবকটি নদ-নদীর পানি ফের বাড়ছে। ধরলা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিচু এলাকার বেশ কিছু আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে। পানি উঠছে বেশ কিছু ঘরবাড়িতেও। পানি বাড়ার ফলে বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন তীব্ররুপ নিয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানাযায়, রোপা আমন,চিনাবাদামসহ সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে ৫হাজার ১৩৪ হেক্টর। এছাড়াও উলিপুরের চর বজরা, সদর উপজেলার সারডোব, মোগলবাসা, ফুলবাড়ীর চর মেকলি ও ভূরুঙ্গামারী ধাউরারকুঠিসহ ৬৭টি পয়েণ্টে ভাঙন অব্যাহত রয়েছে। গত দুদিনে একটি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশত ঘরবাড়ি নদী গর্ভ বিলীন হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ