Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান গাইলেন টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম

অবিশ্বাস্য হলেও সত্য যে বলিউডের অ্যাকশন তারকা টাইগার শ্রফ একজন গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তরুণ অভিনেতাটি জানান গান গাওয়া ছিল তার জন্য যেমন চ্যালেঞ্জের তেমনি অতৃপ্তির। গানটি ইনস্টাগ্রাামে শেয়ার করে তিনি লিখেছেন : “আমি যখন ভাবছিলাম এক দালান থেকে আরেকটিতে লাফিয়ে যাওয়া কঠিন...আমার জন্য এটি ছিল বড় চ্যালেঞ্জ একই সঙ্গে আত্মতৃপ্তিরও। সারা বিশ্বের সব মিউজিশিয়ানদের জন্য শ্রদ্ধা, অনেক শেখার আছে। তবে সেই সময় পর্যন্ত আমাদের বিনীত নিবেদন।” অনেক ভক্ত গানটিকে ‘ভাল’ বলে উল্লেখ করেছে, কয়েকজন বলেছে, ‘অনেক কিছু জানার আছে’ আর কয়েকজন গানটিকে সম্মোহনী বলে মন্তব্য করেছে। ইংরেজ-হিন্দির মিশ্রণে ‘আনবিলিভেবল’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ চলচ্চিত্রের পরিচালক পুনিত মালহোত্রা। ভিডিওতে টাইগারকে একজন হোটেল কর্মীর ভূমিকায় দেখা গেছে যে এক সহকর্মীর সঙ্গে প্রেম করে। গানটি এবং তার সঙ্গীত যাত্রা সম্পর্কে টাইগার বলেন : “আমি সবসময় গাইতে এবং আমার গানের সঙ্গে নাচতে চেয়ে এসেছি, অবশেষে সেই সুযোগ এসে গেল। এই যাত্রা শুরু করে আমি রোমাঞ্চিত অনেক কিছু শেখার আর আবিষ্কার করার আছ।” গত সপ্তাহে তিনি গানটির পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি জানান কৈশোরে তিনি মাইকেল জ্যাকসনের পারফর্মেন্স দেখে অনুপ্রাণিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ