বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ঔষধের বড় চালান জব্দসহ দুই জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শাহপরাণ থানাধীন সিলেট শহরতলির মুরাদপুর পয়েন্ট থেকে এই দুই চোরাকারবারিকে আটক এবং প্রসাধনী ও ঔষধের চালান জব্দ করা হয়।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল অভিযান চালিয়ে শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ঔষধ জব্দ করে। এসময় মো. জাহাঙ্গীর আলম (৩২) ও জুটন মজুমদার (২৭) নামের দুই চোরাকারবারিকে আটক করে র্যাব।
আটক জাহাঙ্গীর আলম সিলেট এয়ারপোর্ট থানার চাতলীবন গ্রামের মো. আব্দুল্লাহের ছেলে ও জুটন মজুমদার লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের মনিলাল মজুমদারের ছেলে।
পরে উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক হস্তান্তর করেছে র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।