বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুন্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় হঠাৎ এক ভয়াবহ ফার্নেস(চুল্লি) বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানায় কর্মরত ৭ শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত লিমিটেড নামক কারখানায় হঠাৎ ফার্নেস (চুল্লি) বিষ্ফোরণ ঘটে। এতে কর্মরত ৭ শ্রমিকের শরীরে উত্তপ্ত তরল লোহা পড়ে তারা দ্বগ্ধ হন। এসময় কারখানা কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
দ্বগ্ধ শ্রমিকরা হলেন, টিপু সুলতান (৩২),শাহীন আলম (২৭),শহীদুল ইসলাম (২৭),নুরুজ্জামান (৪০), আমির হোসেন (২৭), কে ওয়াল সিং সোহান (৪৬),রাবিন্দ্র (২৪)। তারা বর্তমানে চমেকের ৩৬ নং ওয়ার্ডের বার্ণ ইউনিটে ভর্তি আছে বলে জানাগেছে। সীতাকুÐ থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ কর্তৃপক্ষ জানিয়েছে বিকাল সাড়ে ৩টার সময় কারখানায় ফার্নেস বিষ্ফোরণ ঘটেছে। এতে ৭ শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়। পরে তাদেরকে চমেকে ভর্তি করানো হয়েছে। তবে তারা আশংকামুক্ত বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।