Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৫ পিএম

কেশবপুরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের নতুন উপজেলা সড়কেরে পাশে অবস্থিত ঢাকা বেকারীর কারখানায় মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিককে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন এবং একই সড়কে অবস্থিত বিল্লাল হোটেলের কাগজপত্র ঠিক না থাকা এবং খাদ্য মূল্য তালিকা না পাওয়ায় মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ