রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির কাঁঠালিয়ায় কথিত সাংবাদিক রাজিব (৩০) তালুকদারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে বিচারক আশরাফুল ইসলাম জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রাজিব উপজেলার বানাই গ্রামের মুজিব তালুকদারের ছেলে। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মহিলা ইউপি সদস্য আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে রাজিব তালুকদারসহ ৩ জনের বিরুদ্ধে ১০ জুলাই কাঁঠালিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, বাল্যবিয়ের বিষয় নিয়ে ইউপি সদস্যকে ভয়ভীতি দেখায় রাজিব তালুকদার। পরে ফেসবুকে পোস্ট দিয়ে ইউপি সদস্যের সম্মান নষ্টকরার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। গত ৩০ জুন ও ৫ জুলাই দুই দফায় চাঁদাদাবি করা হয়। এ ঘটনায় রাজিবকে আরও ২ জন সহযোগীতা করেন। তারা হচ্ছেন আনইলবুনিয়া গ্রামের রাব্বানি হাওলাদার ও রাজিব খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।