বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় আমগাছ ও দেয়াল চাপায় ২শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঐ এলাকার জনৈক তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো রহমতপুর আবাসিক এলাকার শাহাদাত গাজীর ছেলে সাব্বির হোসেন (৭) ও টিটু মিজির ছেলে রামিম মিজি (৮)। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ।
আহত রামিমের বোন শিলা জানায়, বিকেলে আমার ছোট ভাই রামিম, সাব্বিরসহ শিশুরা খেলাধুলা করছিল। হঠাৎ বিকেল সাড়ে ৪টার দিকে খেলাধুলা অবস্থায় বড় আমগাছ দেয়ালের উপর পড়লে শিশু রামিম ও সাব্বির দেয়াল এর নিচে চাপা পড়ে। পরে তাদের ডাকচিৎকারে দেয়ালের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানায়, বৃষ্টি থাকার কারনে প্রতিদিনের চেয়ে কম শিশু ঘটনাস্থলে উপস্থিত ছিল। গাছের গোড়ায় মাটি না থাকায় গাছটি হেলে পড়ে। গাছটি হেলে পড়ে ঐ এলাকার বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।