পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ২শ কোটি টাকার বিশেষ স্কিম ব্যবহারে ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১০ টাকার অ্যাকাউন্টের আওতায় এ ২০০ কোটি টাকার বিশেষ স্কিম ব্যবহারের তাগিদ দিল ব্যাংকটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ তাগিদ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এ সময় সরকারি-বেসরকারি ও বিদেশি মিলে মোট ৩২টি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসকে সুর চৌধুরী বলেন, যেসব ব্যাংক এখনও ১০ টাকার অ্যাকাউন্টের আওতায় ২০০ কোটি টাকার বিশেষ স্কিম ব্যবহার করতে পারেনি তাদেরকে তাগাদা দেয়া হয়েছে। স্কিমটির সঙ্গে ক্যামেলস রেটিংসহ অনেক ইস্যু জড়িত। এই স্কিম গ্রহণে অনীহা দেখানো ব্যাংকগুলোর রেটিং খারাপ হবে। ব্যাংকসূত্রে জানা গেছে, ১০ টাকার হিসাবধারী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। হিসাবগুলো সচল রাখার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকা- গতিশীল করতে এ উদ্যোগ নেয়া হয়। এ তহবিল থেকে একজন সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারেন। ব্যাংক থেকে সরাসরি বিতরণ করা ঋণের সুদহার হবে সর্বোচ্চ ১২ শতাংশ। আর এনজিওর মাধ্যমে দেওয়া ঋণে সর্বোচ্চ ১৯ শতাংশ সুদ নেওয়া যাবে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরও ১০ টাকার হিসাব খোলায় আগ্রহ দেখাচ্ছে না অনেক ব্যাংক। এ কারণে ১০ টাকার হিসাবধারীদের জন্য ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের মে মাসে গঠিত ২০০ কোটি টাকার ঘূর্ণায়মান তহবিলের আওতায় ঋণ সুবিধা নিতে হলে আবেদনকারীর আবশ্যিকভাবে ন্যূনতম ১০ টাকার হিসাব থাকতে হবে। তবে বিভিন্ন পেশার লোকদের জন্য ১০ টাকার হিসাব খোলার বিষয়ে কোনো কোনো ব্যাংকের কম আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ বিতরণ বিঘিœত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।