রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী সদর উপজেলা আ.লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত আবুজার রহমান বর্তমানে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার রাত সোয়া ৯টার দিকে শহরের আলমগীরের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানায়, রাত সোয়া ৯টার দিকে রিকশাযোগে কবরস্থান মোড় সংলগ্ন নিজ বাড়িতে ফিরছিলেন আবুজার রহমান। এ সময় পথে আলমগীরের মোড় নামক এলাকায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আবুজারকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার ডান হাতের কব্জি, বাম চোখ ও নাকে আঘাত পেয়েছেন তিনি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অমল চন্দ্র রায়।
নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, ঘটনার পর রাত ১১টার দিকে হামলাকারী নিক্সনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।