Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এক রাতে ২ বাড়িতে ডাকাতি : আহত ৩

আড়াইহাজার উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার সদর পৌর সভার মানিকনগর গ্রামে এই ডাকাতির ঘটনাগুলো ঘটে। ডাকাতের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে হাবিবুর রহমান (৩২) ও তার মা জায়েদাকে (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে ১২/১৫ জনের হাফপ্যান্ট পরিহিত একদল ডাকাত মানিকনগর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় গৃহকর্তা হবি বাঁধা দিলে এলোপাথারি তাকে ও তার মা জায়েদাকে কুপিয়ে আহত করে। পরে তার ভাই নবী হোসেনের ঘরে ঢুকে আধা ভরি ওজনের স্বর্নালংকার ছিনিয়ে নেয়। বাঁধা দিলে নবীকে পিটিয়ে আহত করে। এর পর ডাকাত দল যাওয়ার পথে পাশের বাড়ির বকুলের স্ত্রী রুশিয়া বের হলে তার গলার চেইনও কানের জিনিস ছিনিয়ে নেয়। ডাকাতরা চলে যাওয়ার পর এলাকাবাসী আহত ৩ জনকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিলে ডাক্তার তাদের ঢাকায় প্রেরণ করে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ