পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলমের করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। তবে এখনও তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে রয়েছেন। গতকাল মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল করোনামুক্ত হয়েছেন। এখন আগের চেয়ে ভালো আছেন। সকালে নাস্তা করেছেন। ছেলে- মেয়েরা তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দেশবাসীর কাছেও জনাব মাহবুবে আলমের জন্য দোয়া চাইছি।
উল্লেখ্য, করোনা পজেটিভ হওয়ার পর গত ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ১৮ সেপ্টেম্বর ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।