Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সেতুর এপ্রোচ রোড সরানোর দাবিতে মানববন্ধন

ভ‚রুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভ‚রুঙ্গামারীতে সোনাহাট সেতুর পূর্ব পাশের এপ্রোচরোড ১৫০ ফুট উত্তরে সরানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকাল ১১টায় সোনাহাটের গণাইরকুটি মৌজায় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রায় ২ শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, শিক্ষক জহুরুল হক প্রমুখ। তারা জানায় উত্তর পাশে খাস জমি বাদ দিয়ে প্রস্তাবিত স্থান দিয়ে এপ্রোচরোড হলে প্রায় দেড় শতাধিক পরিবার ভ‚মি ও গৃহহীন হয়ে পড়বে এবং প্রায় ৫টি পারিবারিক কবরস্থান ধ্বংস হবে।
জানা যায়, দুধকুমার নদের ওপর সড়ক ও জনপথ বিভাগ ৬৪৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করছে। সেতুর পূর্ব পাশে ব্রিজ থেকে ৮২০ মিটার দীর্ঘ এপ্রোচরোড নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ