রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়ায় ট্যাবলেট খেয়ে নিবীর চন্দ্র শীল (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। গত শনিবার দুপুরের দিকে সবার অগোচরে সে বাড়িতে থাকা চালোর পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে কলাপাড়ায় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত ওই শিক্ষার্থী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের নির্মল চন্দ্র শীলের ছেলে। এ বছর তার মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করেন। নিবীর মনোহরপুর গ্রামে তার মামা পিন্টুর বাড়িতে থেকে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পড়াশোনা করত। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।