Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের জঙ্গি বিরোধী মানববন্ধন

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের একমাত্র পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের জন্য মাদ্রাসা ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়ার জন্য মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এ কর্মসূচীর অংশ হিসেবে ৯ আগস্ট দুপুরে শেরপুরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। শেরপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে শ্রীবরদী কামেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম মিয়া বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সভাপতি মাওলানা মো. নুরুল আমীন, শেরপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা সেক্রেটারি মো. মেরাজ উদ্দিন, শেরপুর ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, কামারেরচর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নবী হোসেন, ফসিহ্ উল্ উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ারুল ইসলাম, নয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, সুপার মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আ. হালিম, মাওলানা ইমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ