রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরার শালিখায় ফটকি নদীর অবাধ গতি প্রবাহ ও মাছের স্বাভাবিক চলাচলের জন্য ক্ষতিকর অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়েছে। ফটকি নদীর ধনেশ্বরগাতী ইউনিয়নের কিছু অংশসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. বাতেন। এছাড়াও অভিযানে আরও অংশনেন সহকারী কমিশনার ভূমি, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ শালিখা থানা পুলিশের একটি দল। এসময় ফটকি নদী থেকে ১৩টি অবৈধ বাঁধ উচ্ছেদ করাসহ প্রচুর মশারির নেট জব্দ করা হয়েছে। পরে জব্দ হওয়া নেট ও অবৈধ বাধের মালামাল বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় ১৩টি বাঁধ উচ্ছেদ করা হয়েছে এবং বেশ কিছু অবৈধ নেট জব্দ করে বিনষ্ট করা হয়েছে। মুক্ত জলাশয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে কতৃপক্ষ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।