রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়ায় আতহার আলী নামের এক মাদরাসা শিক্ষার্থীকে ফিরিয়ে দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠীরা। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। আতহার আলী জেলা শহরের জামিয়া ইউনুছিয়া মাদরাসার জালালাইন বিভাগের শিক্ষার্থী। সে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির কালিসীমা গ্রামের হাবিব মিয়ার ছেলে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আবু হানিফ, হাফেজ সফিউল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আতহারকে তার গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আতহারকে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।