বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর গতকাল দুপুরে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ থাকা এই তরুণের নাম মিজানুর রহমান। সে উপজেলার খলাভাঙা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। নিহত মিজান মরিচপুরান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওয়াজেদ আলীর ভাতিজা।
জানা গেছে, মিজানুর রহমান সপরিবারে রাজধানীতে বসবাস করেন। গত মঙ্গলবার মিজান রাজধানী থেকে উপজেলার মরিচপুরান গ্রামের তার ফুপা আবদুল্লাহর বাড়িতে বেড়াতে যান। গত বুধবার সে খলাভাঙা গ্রামের তার চাচা সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর বাড়িতে যান।
সেখানে খাওয়া দাওয়া শেষে গ্রামের কয়েক বন্ধুর সাথে বেড়াতে বের হন। পরে রাতে সবাই বাড়ি ফিরলেও মিজান আর বাড়ি ফিরেনি। তার চাচা ভেবেছেন মিজান তার ফুপুর বাড়িতে চলে গেছেন। বৃহস্পতিবার সকালে ওয়াজেদ আলী তার বোনের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন রাতে মিজান সেখানে যায়নি। পরে ভাতিজা মিজানের মুঠোফোনে ফোন দিলে ফোনটি তার এক বন্ধু ওই গ্রামের আবদুল গফুরের ছেলে মো. রাসেল ধরেন। মিজানের সম্পর্কে রাসেলের কাছে জানতে চাইলে সে জানায় মিজান বুধবার রাতে আড্ডা দেয়ার এক পর্যায়ে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে আর ফিরেনি। তার ফোন আমাদের কাছে রেখে গেছে। অনেক খোঁজাখুঁজির পর মিজানকে কোথাও পাওয়া যায়নি। গতকাল সকালে মিজানের লাশ খলাভাঙা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি পকুরের পানিতে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তার চাচা ওয়াজেদ আলীকে খবর দিলে লাশটি শনাক্ত করেন।
পরে দুপুরের দিকে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠান। এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।