Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

নেত্রকোনা জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

নদীতে মাছ ধরতে গিয়ে জামাল মিয়া (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের আমগরা গ্রামের সামনে মহাদেও নদীতে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আমগরা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে দুই ভাই জামাল ও রুবেল শুক্রবার দুপুরে বাড়ীর সামনে মহাদেও নদীতে মাছ ধরতে যায়। মাঝ ধরার এক পর্যায়ে জামাল নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। রুবেলের ডাক-চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নিখোঁজ জামালকে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুজির পর জামালকে না পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কলমাকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জামালের কোন খোঁজ মিলেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ