বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পতাকা বৈঠকের মাধ্যমে এক নারীসহ চার বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
৩৩ বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবর ও ভারতের ১৫৩ ব্যাটালিয়নের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কমান্ডার অসিত কুমার নিজ নিজ বাহিনীর প্রতিনিধিত্ব করেন।
পতাকা বৈঠকে ফেরত আসা বাংলাদেশীরা হলেন, খুলনার কয়রা থানার ২ নং কয়রা মদিনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক ঢালীর স্ত্রী রহিমা বিবি (৪৫), তার দুই ছেলে হোসেন আলী ঢালী (১৭) ও আহসান উল্লাহ (১৫), নাটোর জেলার সিংড়া থানার জামতলা গ্রামের ফারুক হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২০)।
ভোমরা কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফেরত আসা এই চার বাংলাদেশি গতকাল ১৭ সেপ্টেম্বর ভোরে বিজিবি'র চোঁখ ফাকি দিয়ে অবৈধ পথে ভারতে পাড়ি জমায়। এরপর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।