Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে অতিরিক্ত দামে বরফ বিক্রির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মাছ বেচাকেনা বন্ধ ঘোষণা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৮ এএম

সিন্ডিকেট করে বরফের দাম অতিরিক্ত বৃদ্ধি করার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ বেচাকেনা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার মৎস্য ব্যবসায়ীদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বলা হয়, বরফকল মালিকেরা সিন্ডিকেট করে বরফের দাম বৃদ্ধি করছে।

তাদের মতে একটি বরফ তৈরিতে খরচ হয় ৪০ টাকা থেকে ৪২ টাকা। ১০০ টাকায় বরফ বিক্রি করলেও স্বাভাবিক হতো। কিন্তু এখন বরফকল মালিকেরা সিন্ডিকেট করে সেই বরফ বিক্রি করছে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত।

এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছে। মাছ মজুদে বরফেই খরচ হচ্ছে বিপুল টাকা। ফলে লাভের বিপরীতে লোকসান গুণতে হচ্ছে মৎস্য ব্যবসায়ীদের।
এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে (ফিশারী ঘাট) সব ধরণের মাছ বেচাকেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিষয়টি সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত একটি মাছও ক্রয়-বিক্রয় হবে না বলে সাফ জানিয়ে দেন ব্যবসায়ীরা। মৎস্য আহরণ স্বাভাবিক ও বেচাকেনা সচল রাখতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এদিকে বরফের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করার উদ্যোগ নিয়েছেন মৎস্য ব্যবসায়ীদের সংগঠন কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি, কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি ও কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদ।

এতে সকল মৎস্য ব্যবসায়ীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ