Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের সাথে চুক্তি করে আমিরাত ও বাহরাইন মুসলিম উম্মাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম এক বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের সাথে কথিত শান্তি চুক্তি করে মুসলিম উম্মাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ইসরাইল প্রতিনিয়ত ফিলিস্তিনের নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগণের ওপর অত্যাচার নিপীড়ন করে যাচ্ছে। বর্বর অত্যাচার নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। এই জুলুমবাজ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের সাথে কথিত শান্তি চুক্তি ও কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে পুরো মুসলিম উম্মাহর হৃদয়ে চরমভাবে আঘাত করেছে আরব আমিরাত ও বাহরাইন। নেতৃবৃন্দ আরো বলেন, এই চুক্তি আরব আমিরাত ও বাহরাইনের জনগণের কোন উপকারে আসবেনা বরং ইসলাম বিরোধী শক্তি এই চুক্তির মাধ্যমে ফায়দা হাসিল করবে। নেতৃবৃন্দ সউদী আরব ইসরাইলকে আকাশপথ ব্যবহারের অনুমতি প্রদান করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সউদী আরবের এই সিদ্ধান্তের বিষয়ে ওআইসি ও আরবলীগকে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে তাদের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসার ও কথিত শান্তি চুক্তি বাতিল করার জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ