Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন কর্মসংস্থান আড়াই লাখ যুক্তরাষ্ট্রে

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : যুক্তরাষ্ট্রে নতুন করে আড়াই লাখ কর্মসংস্থান হয়েছে। জুলাই মাসে এমনটি হয়েছে। এই হার প্রত্যাশার চেয়ে বেশি। দেশটির শ্রম অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির বেকারত্বের হার পাঁচ শতাংশের কিছু কম। এ সময়টায় ব্যবসা খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চলতি বছরের জুনে ২ লাখ ৯২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে জুলাইয়ের কর্মসংস্থান সৃষ্টির হার জুনের চেয়ে কম হলেও এ হার দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এ জন্য চলতি বছরের শেষদিকে ফেডারেল রিজার্ভ তার সুদের হার বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন কর্মসংস্থান আড়াই লাখ যুক্তরাষ্ট্রে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ