Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম


 মাদারীপুরের শিবচরে গতকাল দুপুরে ৪টি ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মাদারীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় লাইসেন্স ও সেবাসমূহের মূল্য তালিকা না থাকায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ মর্ডান ডায়াগনস্টিক সেন্টার, শিবচর স্কায়ার ডায়াগনস্টিক সেন্টার ও খান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা প্রদান করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, লাইসেন্স ও সেবার মূল্য তালিকা না থাকাসহ নানা অসঙ্গতির কারণে তাদের জরিমানা করা হয়েছে। পুরো জেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ